চতুর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৪) বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে অনুদান চুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অংশীদারিত্ব। রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশন ক্যাম্পাসের এনইসি-৩ কনফারেন্স রুমে আজ (১৯ ডিসেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
বাংলাদেশ সরকার ১৯৯০ সাল থেকে পিইডি (প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট) প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে; এবং বিগত বছরগুলোয় আশানুরূপ ফল অর্জন করেছে। পরে, মানসম্মত শিক্ষার আওতা বাড়ানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হলে ২০১১ সালে জাইকা সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা পিইডি প্রোগ্রামে সরকারের সহযোগিতায় এগিয়ে আসে।
একটি যথার্থ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে গ্রেড-৫ এর সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাঁচ-বছর মেয়াদী এই পিইডিপি৪ শুরু হয় । প্রকল্পটি ২০১৮ সালের জুলাইয়ে শুরু হয়ে, ২ বছরের বর্ধিত সময় সহ ২০২৫ সালের জুন পর্যন্ত চলবে। জাইকা বাংলাদেশে কারিগরি ও আর্থিক দুই রকম সহযোগিতাই করছে। পিইডি পি৪-এর জন্য জাইকা ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৩৭.৮ কোটি টাকা) অনুদান সহায়তা করবে। এর আগেও, পিইডিপি৪-এর জন্য ৫০০ মিলিয়ন ইয়েনের চারটি চুক্তি স্বাক্ষর করে জাইকা।
মূলত, প্রাথমিক গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে পিইডিপি২ ও পিইডিপি৩-এ কারিগরি সহায়তা দেয় জাইকা। পিইডিপি২-এ প্রাথমিক গণিত ও বিজ্ঞানে পাঠদান প্রক্রিয়ার উন্নয়নে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ১ (জেএসপি১) এর মাধ্যমে সহযোগিতা করে । পিইডিপি৩-এ গ্রেড ১-৫ এর গণিত ও বিজ্ঞান বই ও শিক্ষকদের গাইড উন্নত করতে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ২ (জেএসপি২) সহযোগিতা করা হয়। এছাড়াও, জেএসপি২-এ কিছু শিক্ষক উন্নয়ন কোর্স বাস্তবায়ন করা হয়, যেখানে ম্যানুয়াল ও পাঠ্যপুস্তক তৈরি করা হয়; একইসাথে, কোর্স বাস্তবায়নে পরামর্শ দেয়া হয় ও তা দেখভাল করা হয়।
পিইডিপি৩-এর জন্য ২,৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন অনুদান সহায়তা করে জাইকা। পিইডিপি৪-এ প্রাথমিক শিক্ষা প্রকল্পে গণিত ও বিজ্ঞানকে এগিয়ে নিতে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ৩ (জেএসপি৩) ও শিক্ষা পরামর্শক দিয়ে সহযোগিতা করা হয়।
এ বিষয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “আমরা ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও মানুষের দারিদ্র বিমোচনে আমাদের উদ্যোগ ভূমিকা রাখছে। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে এই সহযোগিতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আবারও পিইডিপি৪-এ অনুদান সহায়তার চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এই প্রকল্পের মাধ্যমে জাইকা একটি কার্যকর, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষাপদ্ধতি তৈরি করতে এবং বাস্তবমুখী ও শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করতে সরকারকে সহায়তা করবে; পাশাপাশি, টেকসই উন্নয়ন নিশ্চিতে ও নাগরিকদের জীবনমান উন্নত করতে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা।”
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :