AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৩:৫৭ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকলের অংশ গ্রহণে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ভোটাররা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে প্রার্থীরা।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা প্রায় ১২০০ জন। এই নির্বাচন ৩১ টি পদে মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ টি পদে ১০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে ড. বদরুল ইমাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান রানা, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ মোঃ মাহাতাব-উল-আলম, সহকারী প্রচার সম্পাদক মোঃ রাশেদুল হাসান, সহকারী প্রকাশনা সম্পাদক কে এম ইমাম হোসেন, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিসালাত রফিক, ক্রীড়া সম্পাদক জোবায়ের মাহমুদ, সহকারী ক্রীড়া সম্পাদক ইফতেখার আলম ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল রানা।

প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে আসমা হক, ড. ইউনুস আহমেদ খান, ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, নিজাম উদ্দিন আহমেদ, মুনির হোসেন, মোঃ আকলাছুর রহমান, মোঃ আলী আকবর, মোঃ লোকমান হোসেন মোল্লা, মোহাম্মদ আশরাফুল কামাল, মোহাম্মদ জামাল উদ্দীন ও স.আ.ম. মেরাজুল আলম। সাধারণ সম্পাদক পদে ড. আনোয়ার জাহিদ, মোহাম্মদ ফিরোজ আলম ও সৈয়দ নজরুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে আনোয়ার সাদাৎ  মোহাম্মদ সায়েম, ড. মোঃ বদরুদ্দোজা মিয়া, ড. মোঃ শফিকুল ইসলাম, তারিকুল ইসলাম ও মোঃ ইমরান মাহমুদ। সহকারী দপ্তর সম্পাদক মোঃ খাজা আহমেদ ও মোঃ হারুন উর রশীদ। অর্থ সম্পাদক অনিমেষ তালুকদার ও ডঃ মুহাম্মদ রশীদ। সরকারি অর্থ সম্পাদক ফারুক হোসাইন ও মিলন বিশ্বাস। প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রচার সম্পাদক মোঃ তারিকুল আলম ভূঁইয়া ও মোঃ সেলিম রেজা। পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এস এম নাফিফুন আরহাম, মোঃ সাইদুর রহমান খান ও মোঃ হোসেন খসরু।

শিক্ষা বিষয়ক সম্পাদক পদে এস এম মাইনুল কবির, ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম ও ড. মুহাম্মদ আশিক হোসেন। গবেষণা সম্পাদক পদে ড. মোঃ হাসান হাবিব ও মোহাম্মদ মাইনুল হোসেন। সহকারী গবেষণা সম্পাদক ড. হোসাইন মোহাম্মদ আরিফীন ও মোঃ হামিদুর রহমান। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান সবুজ ও মোঃ শাহজাহান। গণমাধ্যম সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হানিয়ুম মারিয়া খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ আবুল কাশেম মজুমদার ও মোঃ ফারুক হাছান। আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ সরওয়ার হামিদ জেবু ও মোঃ আলমগীর কবির। পরিষদ সদস্য পদে আবু জাফর মিয়া, আহসান হাবিব, জেবুন নাহার, ড. রতন কুমার মজুমদার, ডঃ মোঃ গোলাম রসুল, নুসরাত তাসনিম, মোঃ জাকির হোসেন, মোঃ নাজওয়ানুল হক নাসিম, মোঃ নাজমুল ইসলাম সোপান, মোঃ মাসুক-উন-নবী, মোঃ রেজাউল হালিম, মোঃ শাহ ওয়ালি মাসুদ পাহলবি, মোঃ শামসুল ইসলাম মেহেদী ও শহীদ হোসেন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোট প্রদান শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ড. বদরুল ইমাম বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। দীর্ঘ ১৭টি বছর পর আজকে আমাদের এই মিলন মেলায় পরিনত হয়েছে। আমার যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা ভোট দিচ্ছেন, এমনকি যারা ব্যাস্ততার কারনে আসতে পারেনি, সকলে মিলেই এই সমিতির উন্নয়ন করব।

একাধিক প্রার্থী বলেন, সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের আপনজন। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে দিকে এগিয়ে যাবো।

ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা, সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

নির্বাচন সুষ্ঠ হচ্ছে উল্লেখ করে এই নির্বাচনের নির্বাচন কমিশনার এ.টি.এম আসাদুজ্জামান বলেন, সুষ্ঠ একটি নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চেয়েছে প্রার্থীরা।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Link copied!