মেট্রোরেলের যাত্রীদের বেশ দীর্ঘ সময় ধরে সিঙ্গেল জার্নির টিকিট নিয়ে সমস্যা চলছিল। তবে এবার এ সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রাফিক কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শনিবার (২১ ডিসেম্বর) ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেট্রোলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, ২১-১২-২০২৪ থেকে মেট্রোরেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকেট বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি র্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জ করা হচ্ছে। এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে।
এতে করে টিকিট নিয়ে আর জটিলতা থাকছে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :