AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুর্মিটোলা থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৯ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
কুর্মিটোলা থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হতে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত হাসিনা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ভুক্তভোগী বৃষ্টি আক্তার (২৪) তার নবজাতক শিশুকে ফিরে পেতে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যাথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং রাত ১০টায় একটি পুত্র সন্তান প্রসব করেন।

পরে গত ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সঙ্গে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতক শিশুটিকে সেখানে খুঁজে পাননি তিনি। পরে সোমবার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নবজাতক শিশু চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া নবজাতক শিশুটিকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!