ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতা বাদল আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের নুর মোর্শেদ এর সভাপতিত্বে আবু নাসির ব্যাপারী’র সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। এ সময় তিনি, সকল শহীদের স্মরণে শোক প্রস্তাব করেন।
উক্ত সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন এবং ঠিকানা পরিবর্তনসহ ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন করে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন নামে নামকরণ করা হয়। জনাব ফয়েজ হোসেন’কে আহ্বায়ক, জুবায়ের আহমেদ জাকিরকে সদস্য সচিব ও বাদল আহমেদ’কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং আগামী ৯০ দিনের মধ্যে ব্যালট নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও স্কপ’র যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসাইন, ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার, সহকারী পরিচালক মো. আলমগীর হোসাইন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এম ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার, ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা হারুন অর রশিদ, জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল জাব্বার, বারেক দেওয়ান, জাকির হোসেন, মহসিন, রমজান আলী, শাহাদাত হোসেন রনি, আহসান শেখ, রেজাউল করিম, আব্দুল মালেক, মিজানুর রহমান সুমন, হাজী নাসির উদ্দিন, সোহেল, রুহুল আমিনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
এ সময় সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ ও ঢাকা জেলা মিশুক চালক ও শ্রমিকরা।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :