আনন্দ উল্লাসের মধ্য দিয়ে লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক (২০২৪-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে পোস্টের ছেয়ে গেছে পুরো এলাকা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগ সমিতির অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে মোট ভোটার সংখ্যা ৫৭৫ জন। নির্বাচনে মোট পদের সংখ্যা ১২টি। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বাকি ১১টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের সভাপতি পদে মোঃ আবদুর রউফ সবুজ ও মোঃ ফখরুদ্দীন (বুলবুল), সহ সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম বাবুল ও সৈয়দা মুজতবা সাব্বির, যুগ্ম-সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ পদে মাহফুজের রহমান ও মোঃ সফিকুর রহমান খোকন, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মোঃ আবুল কালাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ তিতুমীর, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল আমিন, মোঃ ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ আলী ও শেখ মোঃ দেলোয়ার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী মোঃ ফখরুদ্দীন (বুলবুল) সহ একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, আজকে আমাদের মিলন মেলা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া নির্বাচনে যেই জয়ী হোক তাদের নিয়ে সমিতির উন্নয়নে একসাথে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমদের খুব আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতির উন্নয়ন কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের নির্বাচন কমিটির সভাপতি মির্জা ফারজানা শারমিন জানান, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। প্রার্থীরা সব আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :