AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না- ব্যারিস্টার তাসমিয়া প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৯ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না- ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগপা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে, বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতার লোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে সেই শেখ মুজিব, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আর বাংলার মাটিতে দেখতে চাই না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, প্রশাসনের প্রতিটিস্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ অর্থাৎ এই বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব।

আজ শনিবার (৪ জানুয়ারি-২৫) বিকালে জাতীয় প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।

প্রধান বক্তার বক্তব্যে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ইতিহাস স্বাক্ষী ৫২, ৬৯, ৭১, ৯০  এবং ২০২৪  প্রমাণ করেছে দেশের দুর্যোগে ছাত্ররাই আমাদের পথ দেখায়। অতএব ছাত্রদের চিন্তাধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সাথে সমন্বয় করেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিজম মেনে নেওয়া হবে না। একই সাথে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ত রক্ষা করতে হবে।

জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও জীবন আহমেদ (অভি) এর যৌথ  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ইসলামি ছাত্র আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নুর, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিক আল আবিদ খান, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোঃ সাহেদু আলম, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ ছাত্রমিশনের সহসভাপতি নাইমুল ইসলাম সিয়াম,গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মোঃ নুর আলম,ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, শাহাদাত হোসেন সেলিম, রেজাউল ইসলাম রেজা,আল আমিন শুভ,লুৎফর রহমান, জামাল উদ্দিন আখন্দ, আদিবা খানম,এস কে আরিয়ান শরীফ,এনামুল হক এনাম, মোঃ মাহবুব আলম, আজিজির রহমান, মোঃ আরিফ হোসেন, মাহিম চৌধুরী হিমু,রাসেল সরকার তারিকুল ইসলাম, আবদুর রহমান সহ বিভিন্ন জেলা জাগপা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!