ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয়ের গেটের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ডিএমপির পক্ষ থেকে বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনা ঘটে মঙ্গলবার (৭ জানুয়ারি) যখন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৯ দফা দাবি, যার মধ্যে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিও ছিল, নিয়ে কর্মসূচি পালন করছিলেন। দুপুর ২:৩০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। ৩০ মিনিট পর তারা শিক্ষা ভবনের দিকে যান, যেখানে পুলিশ তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়ায়।
জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে যান এবং তাদের সাক্ষাতের সময় বিকেলে নির্ধারিত ছিল। এ সময় সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ওই সময় তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যার ফলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ লাঠিচার্জ করে।
ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :