AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমানুষে কথা তুলে ধরার প্রতিশ্রুতি: জকরিয়া 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৭ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
গণমানুষে কথা তুলে ধরার প্রতিশ্রুতি: জকরিয়া 

আগামীতে দৈনিক নিরপেক্ষ অবহেলিত গণমানুষে কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজ থেকে পঁচনমুখী সাংবাদিকতা প্রতিরোধে সাহসী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার সচিব ও দৈনিক নিরপেক্ষ পত্রিকা সম্পাদকমণ্ডলীর সভাপতি মুহাম্মদ জকরিয়া। একইসঙ্গে সকল ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে।

রোববার (১২জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রির্পোটার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘দৈনিক নিরপেক্ষ এর ব্যুরো প্রধান ও জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে’ এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- তরুন উদ্যোক্তা, দৈনিক নিরপেক্ষ প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সবুজ মুন্সী। এ সময় তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকায় কর্মরত দেশের বিভিন্ন ব্যুরো প্রধান ও জেলা-উপজেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আশস্ত করেন পাঠকদের জন্য আগামীতে তথ্যবহুল ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আপোষহীন থাকবে দৈনিক নিরপেক্ষ। একইসঙ্গে প্রতিটি ব্যুরোপ্রধান ও জেলা-উপজেলায় কর্মরত প্রতিনিধিদের বিপদ-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মো: সবুর মুন্সী।


আলোচনায় অংশ নিয়ে ব্যুরো প্রধান ও জেলা-উপজেলা প্রতিনিধিরা অভিযোগ করেন, মফস্বলে সাংবাদিকদের জন্য প্রতিনিয়ত প্রকাশিত সংবাদের বিপরীতে হুমকি-হামলা ও মামলা নিত্যনৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারো পা ভেঙ্গে মধুমতি নদীতে ফেলে দেয়ার হুমকি, কারো দেখে নেয়ার হুমকি, কারো বা সাংবাদিকতা শিখাইয়া দেয়ার হুমকিগুলো নতুন নয়। এগুলো মেনে নিয়েই কাজ করতে হয়। একটি ভালো অনুসন্ধানী রিপোর্টের জন্য প্রমাণ নির্ভর,ব্যয় ও পরিশ্রম সাধ্য, ঝুঁকিপূর্ণ কাজের পর যদি তা প্রকাশ বা প্রচার না হয় তাহলে সাংবাদিকদের মনে পেশার প্রতি আগ্রহ কমতে থাকে। অনেক হাউজেই জেলা প্রতিনিধিদের ভালো রিপোর্ট প্রতিহিংসাবশত গায়েব হয়ে যায় বলেও শোনা যায়। অনেক সাংবাদিক আজ প্রযুক্তি নির্ভর হয়ে কার্বন কপি বা প্রেসরিলিজ সাংবাদিকতার উপর ঝুঁকছেন। পারিবারিক চাপে অনেকেই ছেড়ে দিচ্ছেন পেশাটি, যদিও মন থেকে এ পেশা ছাড়াটি খুবই কঠিন। যারা সম্মানী পান,তাদের অনেকের আবার নিয়মিত সম্মানী অনুমোদন হয়না। প্রয়োজনীয় ছুটি চাইলে তা অনুমোদন না করা বা অনেক সময় হাউজের অপ্রত্যাশিত ব্যবহার ঢাকার বাইরের সাংবাদিকদের মনে দাগের সৃষ্টি করে।


তাই প্রতিটি গণমাধ্যম অফিস নিজ নিজ ব্যুরো প্রধান ও জেলা-উপজেলা প্রতিনিধিদের আপদ-বিপদে সবসময় খোঁজ-খবর রাখলে আমরা সাহসীকতার সঙ্গে আরও ভালো সংবাদ উপহার দিতে পারবো। তারা বলেন, জেলা-উপজেলা থেকে অনেক ভালো রিপোর্ট আমরা করবো। সেই রিপোর্টগুলো  বার্তাকক্ষ থেকে অনেক বাদ দেয়া হয়। এতে আমাদের সম্মান ধরে রাখা কঠির হয়ে পড়ে। আশা করবো বিভিন্ন সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানের রিপোর্টগুলো পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপাবেন। এতে স্থানীয়ভাবে আমাদের গুরুত্ব অনেকাংশে বাড়বে। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিকাশ ও সংবাদ প্রকাশনায় গতিশীলতা বুদ্ধি দেশের সুশাসন নিশ্চিতের জন্য অপরিহার্য। বৈষম্যহীন সমাজের কথা চিন্তায় নিলে দেশে সুষ্ঠু ও সমন্বিত উন্নয়ন কর্মকান্ড প্রত্যাশার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রটিকে রাষ্ট্রের নিচুতলা পর্যন্ত নিশ্চিতের জন্য স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিকতার বিকাশের শর্ত পূরণ করতে হবে। হাজারো প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছে ঢাকার বাইরের সাংবাদিকতা। তবে নিরাশার কিছু নেই। স্বপ্ন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে। আশা করছি দৈনিক নিরপেক্ষ সঠিকপথে অগ্রসরের পাশাপাশি আগামী দিনে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাওে নিরলস ভূমিকা রাখবে।


মতবিনিময় সভায় আরও বক্তব্যে রাখেন দৈনিক নিরপেক্ষ ব্যাবস্থাপনা সম্পাদক মো. আসাদুজ্জামান আজম, দৈনিক নিরপেক্ষ নিউজ এডিটর সৈয়দ রিফাত আহমেদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ্ খান, সাকুলেশন ম্যানেজার মো. শাহ্ জালাল শামীম ও শিমুল সরদার প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় করেন হাসান মাহীর ও ফাহমিদা বিনতে আনোয়ার। এরআগে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ডামুডা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, ত্রিপিটক পাঠ করেন খাগড়াছড়ি দীর্ঘিনালা প্রতিনিধি দুর্জয় বড়ুয়া। এছাড়াও ব্যুরো প্রধান, জেলা ও উপজেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!