AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি, নারীসহ আহত ৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৭ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি, নারীসহ আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে, তবে কী কারণে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত শিক্ষার্থীরা হলেন:

১. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১) ২. তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২) ৩. আবরার (২২) ৪. আল আমিন (২৫) ৫. আফসার উদ্দিন (২৫) ৬. কবি নজরুল কলেজের আসিফ (২৪) ৭. ডেমরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)

তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল আমিন সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা হয়। আজ কেন্দ্রীয় কার্যালয় এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম, আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে আমাদের উপরে হামলা করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয় বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, ‘বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চিকিৎসা চলছে।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!