AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৪ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে

মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চে দেশটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমীন। আজ বুধবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব রুহুল আমীন আরও জানান, মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে, কর্মীরা চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে তাদের জমা দেওয়া টাকা ফেরত নিতে পারবে।

এছাড়া, রিক্রুটিং এজেন্সিগুলিকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।

এর আগে, আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বিক্ষোভ করেন। পরে তাদের সরিয়ে দেওয়ার পর, তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আবারও বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেননি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। 

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!