AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩২ নম্বরের সেই নির্মাণাধীন ভবন থেকে সরানো হচ্ছে পানি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
৩২ নম্বরের সেই নির্মাণাধীন ভবন থেকে সরানো হচ্ছে পানি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনার পর পাশের একটি ভবনের নিচে গভীর একাধিক ফ্লোরের অস্তিত্ব পাওয়া যায়, যা নতুন রহস্যের জন্ম দিয়েছে।

অনেকে ধারণা করছেন, সেখানে ‘আয়নাঘর’ নামে কোনো গোপন কক্ষ থাকতে পারে। রহস্য উদঘাটনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে এবং সেচযন্ত্রের মাধ্যমে নিচে জমে থাকা পানি অপসারণ করা হচ্ছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরের পাশে নির্মাণাধীন ভবন থেকে পানি তোলার কাজ চলতে দেখা গেছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না।

এই পানিটা এখানে এলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি। এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা।

কতদিন আগের পানি হতে পারে এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন, ভবনটা নতুন খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশিদিন আগের মনে হচ্ছে না।

 

একুশে সংবাদ/ক.ব/এনএস

Link copied!