আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজধানীর রমনা পার্কে শারীরিক ব্যায়াম ও শরীরচর্চায় যুক্ত ব্যক্তিদের সংগঠন ‘রমনা ঊষা সংঘ’ এর ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানান নির্বাচন কমিশনার। উন্নয়নের প্রত্যাশা ভোটারদের। ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আগ্রহ প্রার্থীদের।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলিরোড একটি কমিউনিটি সেন্টারে এই নির্বাচনের আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে ১৯ টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫০০ জন।
নির্বাচনে সুন্দর আগামীর প্রত্যাশায় “গণতান্ত্রিক ঐক ফোরাম”-এর মাওলানা জাকির-সোহেল পরিষদে সভাপতি পদে মাওঃ মোহাম্মদ জাকির হোছাইন, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (খোকন), এ.কে.এম আইয়ুব উল্যা, হরি মোহন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন (মধু), অর্থ সম্পাদক এ্যাড. মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মনির, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান জাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ আঃ মান্নান গাজী, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল হালিম সবুজ, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ গোলাম হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সমদ্দার, এছাড়াও সদস্য পদে মোঃ বদরুজ্জামান, মোঃ আছাহাব মিয়া, মোঃ সোহেল হাসান ভূঁইয়া এবং মোঃ শামীম ওয়াহিদ (বিপ্লব) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সুন্দর আগামীর প্রত্যাশায় `আলোকিত ঐক্যজোট` আওলাদ-দেলোয়ার পরিষদে সভাপতি পদে মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সহ সভাপতি ইসমাইল আহম্মেদ ভূঁইয়া রহিম, আব্দুর রহমান মোল্লা, কে বি এ সাহিদ উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমানুর রশীদ নোমান, অর্থ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী রায়হান, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ অহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ মামুন আহম্মদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, আইন সম্পাদক সাহাব উদ্দিন আহাম্মদ টিপু, এছাড়াও সদস্য পদে মোঃ শামীম খাঁন, মোঃ জাহাঙ্গীর আলম রাজ, মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আরিফ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন।
নির্বাচন চলাকালীন একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, রমনা পার্কে একসঙ্গে শরীরচর্চার মাধ্যমে সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। এখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরাও সদস্য হিসেবে রয়েছেন। নির্বাচনের ফল যাই হোক না কেন, সবাই মিলেমিশে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বলেন, আমরা একই পরিবারের মত। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ‘রমনা ঊষা সংঘ’ এর উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ‘রমনা ঊষা সংঘ’ এর উন্নয়নে কাজ করবে। ‘রমনা ঊষা সংঘ’র সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. খাদেমুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী সবাই নির্বাচনী প্রক্রিয়ায় সন্তুষ্ট। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :