এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৭ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রবিবার (০২ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৫ গুণেরও বেশি রয়েছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিয়ানমারের ইয়াঙ্গুনে।
তালিকায় এরপরেই রয়েছে পাকিস্তানের লাহোর, উজবেকিস্তানের তাসখন্দ, নেপালের কাঠমান্ডু, চীনের চংকিং শহরে। এসব শহরে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :