AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেনমার্কের মারিয়া ও সাংবাদিক মান্নু দম্পতিকে বিএমএসএফের সংবর্ধনা


Ekushey Sangbad
বেলায়েত হোসেন, ঢাকা
০৬:৩৯ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
ডেনমার্কের মারিয়া ও সাংবাদিক মান্নু দম্পতিকে বিএমএসএফের সংবর্ধনা

দীর্ঘ দুই যুগের বিচ্ছেদের অবসান ঘটিয়ে পুনরায় দাম্পত্য জীবনে ফিরেছেন বরগুনার সাংবাদিক মাহবুবুল আলম মান্নু ও ডেনমার্কের নাগরিক রোমানা মারিয়া। এই উপলক্ষে তাদের সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএমএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনায় মান্নু-মারিয়া দম্পতি তাদের ২৪ বছর পর একত্রে ফিরে আসার আবেগঘন গল্প শোনান। মারিয়া বলেন, "স্বামীর ভালোবাসা ও বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় আমি মুগ্ধ। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"
জানা গেছে, রোমানা মারিয়া রবিবার রাত ১০টায় নিজ কর্মস্থল ডেনমার্কের কোপেনহেগেন-এ ফিরে যাবেন।

পুনর্মিলনের গল্প:

১৯৯৭ সালে বাংলাদেশে মান্নু ও মারিয়ার বিয়ে হয়। এরপর ২০০০ সালে মারিয়া ডেনমার্কে চলে যান এবং দুজনের মধ্যে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। তবে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পুনরায় যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্কের বন্ধন পুনঃস্থাপিত হয়।

২০২৪ সালের এপ্রিল মাসে মারিয়া বাংলাদেশে ফিরে আসেন। এরপর ১০ এপ্রিল বরগুনায় নতুন করে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখযোগ্য যে, মারিয়া বাংলাদেশে ফেরার আগে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় নেতা সানজিদা আক্তার, শাওন বাঁধন, ঢাকা জেলার সদস্য মাসুম বিল্লাহ, কাজী সাকিব জামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি, সাধারণ সম্পাদক মোকতার হোসেন, মুজিবর রহমান মুজিবসহ আরও অনেকে উপস্থিত থেকে নবদম্পতির জন্য দোয়া করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!