ময়মনসিংহ জেলার তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
জানা গেছে, আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল প্রায় পৌনে ৯টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ টু শেরপুর সড়কের বাগুন্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানিবর গ্রামের শরাফত আলীর স্ত্রী হনুফা বেগম (৫০) ও পাংশা গ্রামের নূর ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩০)।
এ সময় আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরন করেছে।
একুশে সংবাদ /এসএম
আপনার মতামত লিখুন :