দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত ৭ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২২ এর শ্রেষ্ট সভাপতি ও দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির।
সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিলের সঞ্চালয়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব শাহ, ঘোড়াঘাট থানা পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট পৌর সভার সাবেক পৌর প্রশাসক দিলজার রহমান বিল্লু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আন্জুমান আরা নাইস।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রওশন আরা, আনিছুর রহমান, শারমিন আক্তার, সাবরিন জাহান, পপি রানী সাহা, নাজরিন আকতার, সুপ্রিয়া কুন্ডু উম্মী, উম্মে হানী বিনতে আলী।
দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বিবেক কুমার সাহা, সাধারণ গ্রেডে অন্তর মোহন্তু, উৎসব সাহা, সাইয়েদা সাদিয়া তাবাসসুম, সোহানা আকতার ফিহা, আফরিন আকতার, ইসরাত জাহান ইমু বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আকতারের ইংরেজিতে পাঠদান দেখে মুগ্ধহোন ও সন্তোষ প্রকাশ করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :