AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্যকে কোটালীপাড়ায় সংবর্ধনা


পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্যকে কোটালীপাড়ায় সংবর্ধনা

পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্য ও তার স্ত্রী মন্দিরা ভট্টাচার্য এবং মেয়ে রঞ্জিনী ভট্টাচার্যকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুনী তিন সঙ্গীত শিল্পীকে ফুল বিশেষ উপহার দিয়ে বরণ করে নেন।

 

উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, উদীচী গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুক বক্তব্য রাখেন।

 

সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্য বলেন, এই কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে আমার পূর্ব পুরুষদের ভিটা। এখানে অনেক বিখ্যাত মানুষদের পৈতৃক ভিটা ও  জন্ম হয়েছে। বিখ্যাত গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী এই উনশিয়া গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন । এখানে বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বিখ্যাত সঙ্গীত শিল্পী তারাপদ চক্রবর্তী, বিখ্যাত সঙ্গীত শিল্পী সুধীর লাল চক্রবর্তীসহ অনেক গুনী মানুষদের পৈতৃক ভিটা এখানে রয়েছে। এখানে রয়েছে কবি সুকান্ত ভট্টচার্যের পৈতৃক ভিটা। আমি আমার এই পৈতৃক ভিটায় আসতে পেরে খুবই আনন্দিত। আমাকে যারা সংবর্ধনা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

 

এর আগে শিল্পী কংকন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য, রঞ্জিনী ভট্টাচার্য তাদের পৈতৃক ভিটা ও উনশিয়া গ্রামে কবি  সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে দেখেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/সু.ব.প্রতি/এসএপি

টাইমলাইন

  1. ০৭:৪৬ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসনের পাল্টাপাল্টি কর্মসূচি
  2. ০৭:৪২ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৪২ মেধাবী
  3. ০৭:২৪ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে গাড়ী চাপায় কলেজ ছাত্র নিহত
  4. ১২:৩৯ পিএম, ২৫ মার্চ, ২০২৩ গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি
  5. ০৬:১২ পিএম, ২২ মার্চ, ২০২৩ কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১২৯ পরিবার
  6. ০৮:১৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মুকসুদপুরের মাসুদের মায়ের ওষুধ কেনা হলো না
  7. ০৭:৩১ পিএম, ১৯ মার্চ, ২০২৩ গোপালগঞ্জে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মহা বারুনীর স্নান উৎসব শুরু
  8. ০৩:১১ পিএম, ১৯ মার্চ, ২০২৩ পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্যকে কোটালীপাড়ায় সংবর্ধনা
  9. ০২:৫১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ৩ দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
Link copied!