AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় শান্তির নীড় সোনার বাংলায় ১৫৬ পরিবার


উল্লাপাড়ায় শান্তির নীড় সোনার বাংলায় ১৫৬ পরিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভা এলাকায় এনায়েতপুরে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্পে এখন মোট ১ শ ৫৬ পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। করতোয়া নদী পাড়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া পরিবারগুলো এখন শান্তির নীড়ে বসবাস করছেন।

 

উল্লাপাড়া উপজেলার পৌরসভা এলাকার এনায়েতপুরে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্পে প্রথম দফায় ৮৫টি ঘর নির্মাণ করা হয়। এর পর বাকী ঘরগুলো নির্মাণ করা হয়েছে । এ আশ্রয়ণ প্রকল্পে ইটের গাঁথুনির ওপর লাল ও সবুজ টিনের ছাউনিতে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর‌্যাল স্থাপন করা হয়েছে।

 

এ আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া প্রতিবন্ধী মোতালেব হোসেনের কথায় অটো রিকশা ভ্যান চালিয়ে সংসার চালান। তিনি খুবই খুশী বসতঘর পেয়ে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, এনায়েতপুরের আশ্রয়ণ প্রকল্পের নামকরণ করা হয়েছে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে প্রকৃত গৃহহীন ভূমিহীন ১ শ ৫৬ পরিবারকে পূনর্বাসন করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/সা.স.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!