রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃত্যু ছাড়ালো ছয় জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নূর নবীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে থাকতেন নূর নবী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডির সদস্য ও শিক্ষকরা হাসপাতালে গেছেন। হাসপাতালে নূর নবীর পরিবারের সদস্যরাও আছেন। তার পরিবার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী আমরা সহযোগিতা করব।’
গত ৫ মার্চ দুপুরের দিকে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। বিস্ফোরণের সময় ভবনটির নিচে ছিলেন নূর নবী। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নূর নবীর মাথায় ওপর ভবন থেকে ভারী বস্তু পড়ে। এতে তার মাথা ফেটে যায়। এ ছাড়াও তার ডান পা ভেঙে যায়।
বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১৫ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানায় তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :