বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ দিপানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৪টায় উপজেলার ইসলামপুর গাবতল ইউনিয়ন আওয়ামীলীগের দলিয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধক করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ।
ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ মঈনুল ইসলাম চৌধুরী শওখত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বাবলা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হেলাল তালুকদার, আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মুহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইমন, পারুয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়্যব, দক্ষিণ রাজানগরের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, রাজানগরের সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন, সাধারণর সম্পাদক বি আলম সোহান, বেতাগী ইউনিয়নের সভাপতি টিপু কুমার নাথ প্রমুখ।
এদিকে সম্মেলন শুরু হওয়ার পর সভাপতি পদে আরিফ মঈনুল ইসলাম চৌধুরী শওখত ছাড়া আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলনা। আর সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনের শুরুতেই তাদের কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলন স্থলে মিছিলসহকারে যোগদান করেন। সম্মেলনের ২য় অধিবেশনে উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের পুনরায় আরিফ মঈনুল ইসলাম চৌধুরী শওখতকে সভাপতি, হাবিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আক্তার খান বাবুলকে সহ-সভাপতি, রাশেদ পারবেজ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রাসেল সিকদার রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন।
একুশে সংবাদ.কম/ম.ত.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :