চট্টগ্রামের রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২শে মার্চ) বিকালে উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বর বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খালেদ মোশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মুহাম্মদ আজিজ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম আহবায়ক ডা. আবুল ফজল, আবুল কালাম চৌধুরী, সরফভাটা উপশাখা আইএফআইসি ব্যাংক ইনচার্জ সাইফুল ইসলাম, সরফভাটা ইউসিবি ব্যাংক সিও এন্ড অপারেশন ম্যানেজার মো. মঈন উদ্দিন মঈনু, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, শেখ রাশেল জাতীয় শিশু কিশোর পরিষের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈনুদ্দিন মহির, পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল কুমার শীল, শিক্ষক আক্তার হোসেন, সিসেট সদস্য মাহাবুল আলম, মুহাম্মদ আজাদ শাহ, মুহাম্মদ ওমর ফারুক, নাজমুল ইসলাম টিটু, মুহাম্মদ সোলাইমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন সুলতানা, শিক্ষক মুহাম্মদ আদনান হাবিব, শানে কৃপা রয়েল, মঈন উদ্দিন, নেছার উদ্দিন, শিক্ষিকা জান্নাতুল মাওয়া, রুমি আক্তার, আরবী শিক্ষিকা নুসরাত শাকরিন প্রমুখ।
অনুষ্ঠানে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন পরে বিদায়ী ও কৃতি এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
একুশে সংবাদ.কম/ম.ত.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :