নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাঁজা সহ ১ মাদক বিক্রেতা ও ৫ মাদকসেবীকে আটক করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন ৫ মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের দিয়ারপাড়ার রফিক ইসলাম (৪০), হালদারপাড়ার শাহীন (৩২) ও শামীম হোসেন (২৮), মহিষভাঙ্গার ছাইরুদ্দীন (৩৫) ও মালিপাড়ার আলমগীর (২৬)।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, ৫ জনকে আটক করার পর তাদের দেওয়া তথ্য মতে গাঁজা ব্যবসায়ী প্রফেসর পাড়ার জয় হোসেন (২৬) কে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দুপুরে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
একুশে সংবাদ.কম/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :