ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাকিয়া নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত জাকিয়া দাওয়াত খেতে ভাই রহিম উদ্দীনের (১৫) বাইসাইকেলে চড়ে নানারবাড়ীতে যাচ্ছিল বোন জাকিয়া (১১) আক্তার। রাস্তায় পাওয়ারটলি সাইড দিতে গিয়ে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জাকিয়া। এ সময় জাকিয়াকে একটি পাওয়ারটলি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় জাকিয়া।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গুচ্ছ গ্রামের নির্মাণশ্রমিক জাকিরুল ইসলামের মেয়ে।
নিহত জাকিয়া আক্তারের বড় ভাই বাইসাইকেলচালক রহিম উদ্দীন বলেন, ‘নানার বাড়িতে ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ও আমার ছোট বোন বাইসাইকেলে নানারবাড়ি কাশুয়া খাদেমগঞ্জ গ্রামে যাচ্ছিলাম। পথে নাগরভিটার ক্যাম্পের সামনে একটি পাওয়ারটলি সাইড দিতে গিয়ে আমার বোন সাইকেল থেকে পড়ে যায়। তখন পাওয়ারটলির চাকা বোন জাকিয়ার বুকের ওপরে দিয়ে যায়।’
রহিম আরও বলে, ‘আমিসহ স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তুু কতব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর বাবা জাকিরুল ইসলাম। বালিয়াডাঙ্গী থানার সামনে কান্নারত অবস্থায় বলেন, ‘কোনো দাবিদাওয়া নেই, মেয়েকে দাফন করতে চাই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে মেয়েটির বাবা জাকিরুল। কারও কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/মো.সি.ই.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :