AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকল আইসক্রিম কারখানায় অভিযান


নকল আইসক্রিম কারখানায় অভিযান

সাতক্ষীরায় মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় কারখানা মালিককে (৫০ হাজার) টাকা জরিমানা করা হয়।

 

  বুধবার দুপুরে সাতক্ষীরা মুনজিতপুর লম্বাটালি এলাকার হাসান আলীর আইসক্রিম কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকার হাসান আলীর আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় সেখানে গিয়ে দেখা যায় তারা নিজের নামে কোনো আইসক্রিম বা আইসবার রোবট প্রস্তুত না করে( প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে আইসক্রিম রোবট প্রস্তুত করছেন )। উপকরণ হিসেবে ব্যবহার করছেন অনুমোদনহীন রং ও ফ্লেভার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের লগো লাগিয়ে তা বাজারে বিক্রি করছেন।

 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (৪২ ধারা) ভঙ্গ করার অপরাধে হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে নকল করে প্রস্তুতকৃত (১০ বস্তা রোবট ও পাউডার জব্দ করে ধ্বংস করা হয়)।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ.কম/আ.সা.বি/বি.এস

Link copied!