প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে গেল চুয়াডাঙ্গা শহর। পৌরসভার ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ির উচ্ছিষ্ট আর্বজনা সংগ্রহের জন্য ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুরুতে পৌর এলাকার দুটি ওয়ার্ডে এই স্মার্ট সেবা চালু করা হলেও পরবর্তীতে চুয়াডাঙ্গা পৌর শহরকেই এর আওতায় আনা হবে।
রোববার (৭ মে) দুপুরে প্রধান অতিথি থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় স্মার্ট সেবা চালু করা হলো। গৃহস্থালির ময়লা ব্যবস্থাপনা পৌরসভার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চুয়াডাঙ্গায় আজ থেকে সুন্দর একটি কার্যক্রম শুরু হলো। আমি আশা করবো, ধিরে ধিরে জেলার সব পৌরসভা ও প্রতিষ্ঠানে এ সেবা পৌঁছে দেওয়া হবে। এর মধ্যমেই আমরা একটি চমৎকার ও পরিচ্ছন্ন জেলা উপহার দেব চুয়াডাঙ্গাবাসীকে।
চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গির আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ।
এসময় চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও পৌর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া বলেন, জেলা প্রশাসকের তাগিদে এ জেলার উন্নয়নে আমরা পাইলট প্রকল্প হিসেবে পৌরসভার দুটি ওয়ার্ডে এ কার্যক্রমের শুরু করেছি। মাসিক ৫০ টাকার বিনিময়ে সপ্তাহে ৬দিন বাসিন্দাদের ময়লা আর্বজনা সংগ্রহ করে পৌরসভার ডাম্পিং স্টেশনে নেয়া হবে। আমরা একটি চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় আছি।
একুশে সংবাদ/রু.রা.প্র/এসএপি
আপনার মতামত লিখুন :