বরগুনার পাথরঘাটায় ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌস ওরফে শাকিল (২৪) নামের ১ জনকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা।
রোববার (৭ মে) রাত নয়টার দিকে পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাকচিড়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফেরদৌস ওরফে শাকিল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হোতখালী, বুখাইতলা বান্ধবপাড়া এলাকার মিঠু হাওলার এর ছেলে।
এবিষয় দক্ষিণ স্টেশন কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাকচিড়া বাজার সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌস ওরফে শাকিলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা দুইটি মোবাইলও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক ফেরদৌসকে জব্দকৃত ইয়াবাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/সা.আ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :