AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে ২৩৬ মেধাবী পেল জেলা পরিষদের বৃত্তি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৭:৫৩ পিএম, ৮ মে, ২০২৩
গোপালগঞ্জে ২৩৬ মেধাবী পেল জেলা পরিষদের বৃত্তি

গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

 

সোমবার (৮ মে) দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।

 

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা পরিষদের সদস্য বি.এম তৌফিক ইসলাম, এস.এম কামাল সেলিম, অভিভাবক অবসরপ্রাপ্ত প্রফেসর সরদার নুরুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস, অজিত বাড়ৈ সহ আরো অনেকে বক্তব্য দেন।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল জানান, গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এটি সামান্য হলেও শিক্ষার্থীদের উপকারে আসবে বলে জানান ওই কর্মকর্তা।

 

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুঁকে ধারণ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর হওয়ার আহবান জানান।

 

মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস বলেন, অর্থ সামন্য হলেও এটি আমাদের শিক্ষা জীবনের একটি স্বীকৃতি।এই বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি জেলা পরিষদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করছি।

 

একুশে সংবাদ/ম.ম.প্র/জাহাঙ্গীর

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!