গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে চোরাই ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
নবাবগজ্ঞ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ হাসপাতাল চত্বর থেকে একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় তাৎক্ষনিক ভাবে নবাবগজ্ঞ থানায় একটি অভিযোগ করা হয়।এরপর নবাবগজ্ঞ থানা পুলিশ চোরাই মোটর উদ্ধারসহ চোরকে ধরার জন্য নানা কৌশল অবলম্বন করে।একপর্যায়ে আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চুরি যাওয়া মোটর সাইকেলটি রাজা মিয়া নামের এক ব্যক্তিকে চালিয়ে যেতে দেখতে পায়।
পরে সাদুল্লাপুর থানা পুলিশের সহায়তায় নবাবগজ্ঞ থানা পুলিশের ৬ সদস্যের একটি চৌকস দল রাজা মিয়া কে আটক করে। তার দেয়া তথ্যের ভিক্তিতে ওই রাতেই ঘটনার সাথে জড়িত অন্য তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন- রড় দাউদপুর গ্রামের রহেদ আলীর ছেলে রাজা মিয়া (৪০) দড়ি তাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল (৩৮) নিজ পাড়া গ্রামের মৃত মতিনের ছেলে আবদুল্লাহ আল মামুন মিঠু (৫০) ছোট্ট ছত্রগাছা গ্রামের শহিদুলের ছেলে সৌরভ ইসলাম (২৫)।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমাদের থানা পুলিশের সহযোগিতায় নবাবগজ্ঞ থানা পুলিশ মোটর সাইকেল চুরির অভিযোগে ওই ৪ ব্যক্তিকে আটক করেছে। পরেরদিন তাদের কে নবাবগজ্ঞ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/শ.ই.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :