AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় বোনা আমন ধানের আবাদ শুরু


উল্লাপাড়ায় বোনা আমন ধানের আবাদ শুরু

কাদা মাটিতে বীজ বুনতে হালচাষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো (ইরি) ধান কেটে কৃষকেরা বোনা আমন ধানের আবাদ করছেন। বন্যার পানিতে তলিয়ে যায় এমন আবাদী মাঠের জমিগুলোয় বীজ ধান ছিটিয়ে বোনা হচ্ছে। কৃষকদের কেউ কেউ জমিতে হালচাষ করে কাদা মাটিতে ধান বীজ বুনছেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে এবারের মৌসুমে গোটা উপজেলায় মোট ১ হাজার ৬৬০ হেক্টর পরিমাণ জমিতে বোনা আমন ধানের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ৪ শ ২০ হেক্টরে আবাদ করা হয়েছে। বন্যার পানিতে জমি তলিয়ে যায় এমন মাঠের জমিতে বোনা আমন ধানের আবাদ করা হয়। এ ধানের আবাদে জমিতে বিনা চাষে বীজ ধান ছিটিয়ে দেওয়া হয়। আবার চাষ দিয়েও বীজ বোনা হয়।

 

উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামের মাঠে কৃষক রবিউল করিম বোনা আমন ধানের আবাদে জমিতে বীজ ধান বোনার আগে হালচাষের পর কাদা মাটি মই টেনে সমান করে নেন। 

 

তিনি বলেন, তিনি বিঘা তিনেক জমিতে বোনা আমন ধানের আবাদ করবেন। জমিতে হালচাষ করে কাদা মাটিতে বীজ ছিটিয়ে বোনা হলে প্রায় শতভাগ চারা বের হয় বলে জানান। তিনিসহ আরো কজন কৃষক বলেন বোনা আমন ধানের আবাদে খরচ একেবারেই কম হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উপজেলার বিভিন্ন মাঠে কৃষকেরা বোনা আমন ধানের

আবাদ করেন। এ সব মাঠের জমি স্বাভাবিক বর্ষাতেই পানিতে তলিয়ে থাকে। বোনা আমন ধান বন্যার পানিতে হয়।

 

একুশে সংবাদ/সা.স.প্র/জাহা

Link copied!