বরগুনার আমতলীতে মৌসুমী ফল কাঠালোর মৌ মৌ গন্ধে মাতোয়ারা উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রাম। রাস্তার দু’পাশে সারি সারি দাড়ানো গাছে ঝুলছে কাঠাল।
জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী, খেুকুয়ানী, গোছখালী, বাইনবুনিয়া গ্রামে রসালো সুমিষ্টওপুষ্টিকর ফল কাঁঠারের মৌ মৌ গন্ধে মাতোযারা গ্রামের জনপথ। বর্তমানে গ্রামগুলিতে প্রায় পরিবারেরই কাঠাল গাছ রয়েছে।
গুলিশাখালী ইউনিয়নের তুলাতলি থেকে ইউনুস আলী খান ডিগ্রী কলেজ পর্যন্ত কালিবাড়ী গ্রামের রাস্তার দুই পাশে ও খেুকুয়ানী, গোছখালী, বাইনবুনিয়া রাস্তার দু পাশে ব্যাক্তি উদ্যোগে কাঠাল গাছ রোপন করা হয়েছে। সড়কের দুই পাশে সারি সারি কাঁঠাল গাছ থাকায় অপরূপ সৌন্দার্যে সেজেছে গ্রামটি। এগাছগুলোর কাঁঠাল ফরমালিন মুক্ত। প্রকৃতির নিয়মের গাছেই কাঁঠাল পাকে।
সরেজমিনে দেখাগেছে, সড়কের দুই পাশে শারি শারি কাঁঠাল গাছ। কালিবাড়ী গ্রামের আমিনুল ইসলাম বলেন, সড়কের দু’পাশে অনেক কাঁঠাল গাছ রয়েছে। সড়কের পাশে এতো কাঁঠাল গাছ আমতলী উপজেলায় আর কোথাও নাই।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম বলেন, ইউনিয়নের কালীবাড়ী, খেুকুয়ানী, গোছখালী, বাইনবুনিয়া গ্রাম এখন মৌসুমী ফল কাঁঠালের ব্যাপক পলন হয়েছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল কবির বলেন, আমতলী উপজেলার কালীবাড়ী, খেুকুয়ানী, গোছখালী, বাইনবুনিয়া গ্রামে রাস্তার পাশে অনেক কাঁঠাল গাছ রয়েছে। ফরমালিন মুক্ত কাঁঠাল এসব গ্রামে পাওয়া যায়।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :