বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলওয়ে ষ্টেশনে নতুন আন্ত: নগর চিলাহাটি এক্সপ্রেসসহ ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতী, মডেল ষ্টেষন নির্মাণ এবং কম্পিউটারাইজ পদ্ধতিতে টিকেট বিক্রয় চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রেলওয়ে ষ্টেশনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন পাঁচবিবি বণিক সমিতি, উপজেলা শিক্ষার্থী সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ, কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্ত: নগর ট্রেনের দাবীতে সোচ্চার আন্দোলনকারী গোলাম নবী নাবিলা ও মুরাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই ঐতিহ্যবাহী পাঁচবিবি ষ্টেশনে আন্ত: নগর ট্রেন বিরতীসহ তিনদফা দাবির গুরুত্ব তুলে ধরেন।
তারা আরোও বলেন, এই জনপদ কৃষি প্রধান হওয়ায় কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তাছাড়াও পাশের ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও হাকিমপুর (হিলি) উপজেলার জনসাধারণ ও শিক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
একুশে সংবাদ/ন.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :