AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম


ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম

চতুর্থবারের মত চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

 

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন চত্বরে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন তিনি।

 

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আব্দুল ওদুদ এমপি, জিয়াউর রহমানএমপি, ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি, রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার।

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জোট সরকারের আমলে রেল ব্যবস্থা বন্ধের অতিক্রম হয়েছিল। আর আওয়ামীলগ সরকার ক্ষমতায় এসে ভগ্ম রেলকে সংস্কার করে মানুনের কাছে ট্রেন ভ্রমন আরামদায়ক করে তোলা হয়েছে। এখন ঢাকার সাথে সারাদেশে রেলের নের্টওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

পরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি সবুজ পতাকা নেড়ে এবং বাঁশি বাজিয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন।

 

ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাক-সবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করা যাবে। আর প্রতিকেজি আম পরিবহনে খরচ পড়বে এক টাকা ৩১ পয়সা।

 

একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা

Shwapno
Link copied!