কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে উপকরন হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতালের উদ্যোগে উক্ত প্রকল্পের আওতায় ৪৭ জন সুফল ভোগীদের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল ও একটি করে ছাগল থাকার ঘর দেয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তারের সভাপতিত্বে ছাগল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার মো: আপেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :