পাইকগাছার রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত ৬ জুন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাঞ্চিত করে। এ নিয়ে উপজেলা প্রশাসন সমাধান করতে না পারায় রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।
শিক্ষক সমিতির উপজেলা সহ সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এম এম মতিউর রহমানের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ সভাপতি রহিমা আখতার সম্পা, সুকৃতি মোহন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মধুসূদন সরকার, শেখ আব্দুর রহমান, শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার সহ আরও অনেকে।
এ সময় বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন নেককার জনক আচারণ গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তাই তার সভাপতিত্ব বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন শিক্ষকগণ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিক্ষক সমিতির শিক্ষকেরা স্মারকলিপি প্রদান করেন।
একুশে সংবাদ.কম/খা.ই/বিএস
আপনার মতামত লিখুন :