AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মান হতে আর কত সময়?


মোরেলগঞ্জে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মান হতে আর কত সময়?

বাগেরহাটের মোরেলগঞ্জ‍‍` খুলনা বিভাগের সর্ববৃহৎ একটি উপজেলা। ইংরেজ মোরেল পরিবারের নামে নামকরণ হয় এ উপজেলার। বর্তমানে  প্রায় সাড়ে ৩ লাখ লোকের বসবাস এই উপজেলায়,১৬ টি ইউনিয়নের মধ্যে ১০ টি নদীর পুর্বপারে এবং পশ্চিমপারে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মাঝখানে বিশাল পানগুছি নদী। আর এ পানগুছি নদীর কোল ঘেঁষে অবস্থিত মোরেলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সেই হচ্ছে আধুনিক একটি সম্পসারিত ভবন।

 

তবে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ৫০ শয্যা বিশিষ্ট নতুন সম্পসারিত হাসপাতাল ভবনের নির্মান কাজ কবে শুরু হতে কত দেরি ? কবে অপসারণ করা হবে জরাজীর্ণ পুরাতন ভবনটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, দ্রব্যমুল্যের উর্ধগতির কারনে এ কাজের দরপত্র আহবান করা হলে পরে সেটা বাতিল হয়ে যায়।

 

স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ৫০ শয্যা বিশিষ্ট এ সম্পসারিত ভবনের নির্মানের কাজটির টেন্ডার প্রক্রিয়াধীন। আধুনিক এ  হাসপাতালটির নির্মান ব্যয় কয়েক ধাপে বাড়িয়ে এখন ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ কোটি টাকা। মোরেলগঞ্জের রোগীদের আধুনিক চিকিৎসা সেবা পৌছে দিতে সরকার এই হাসপাতাল ভবন নির্মানের সিদ্ধান্ত নেয়।আধুনিক ভবন ও প্রয়োজনীয় চিকিৎসা সর না থাকার কারনে উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল এই উপজেলার মানুষ। নতুন এ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হলে এ হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে বলে স্থানীয়রা মনে করছেন।

 

নতুন ভবনের নিচতলায় রয়েছে চিকিৎসকদের জন্য আটটি কক্ষ, ইপিআই ও ফার্মেসি কক্ষ। দ্বিতীয় তলায় তিনটি অস্ত্রোপচার কক্ষ, একটি পোস্ট অপারেটিভ কক্ষ ও দুটি নরমাল ডেলিভারি কক্ষ। তিনতলায় রয়েছে রোগীদের জন্য ১৪ শয্যার একটি ওয়ার্ড, পাঁচটি কেবিন, একটি মিলনায়তন ও একটি মেডিসিন স্টোর। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি চিকিৎসক কোয়ার্টার ভবন, একটি তৃতীয় শ্রেণির ও একটি চতুর্থ শ্রেণির কোয়ার্টার ভবন। সব মিলিয়ে আধুনিক এ ভবনের নির্মান কাজ শুরুর অপেক্ষায় এলাকাবাসী।

 

মোরেলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় বলছেন, তৃতীয় তলা বিশিষ্ট ৫০ শয্যা এ সম্পসারিত ভবনটি নির্মান হলে এর ভেতরে আধুনিক চিকিৎসা সেবা চালু করা হবে,তবে কনসালটেন্ট না থাকায় আমরা হাসপাতালে অস্রোপাচার চালু করতে পারছি না,তাছাড়া পুরাতন ভবনটির দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, দীর্ঘদিন এখানে কোন প্যাথোলজিস্টও নেই,কনসালটেন্ট এবং জনবল সংকটের কারনে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।আশা করছি নতুন ভবন নির্মিত হলে সরকার এখানে আধুনিক চিকিৎসা সেবা চালু করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করবেন।

 

এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রকৌশলী কে এম হাসানুজ্জামান জানান,আমরা প্রতিটি কাজ অপারেশন প্লানের মাধ্যমে করে থাকি,বর্তমানে এই ভবনের টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন।তবে মোরেলগঞ্জে আধুনিক ৫০ শয্যা বিশিষ্ট সম্পসারিত ভবনের কাজ শীগ্রই শুরু হবে,পুরাতন একটি ভবন অপসারণের প্রক্রিয়া চলছে, স্থানীয় সংসদ সদস্য  এ্যাডঃ আমিরুল আলম মিলন ভবটির কাজ দ্রুততম সময়ে শুরু করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/ফ.হ.প্র/জাহা

Link copied!