AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম, কেজি ৪০০ টাকা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০১:০২ পিএম, ২ জুলাই, ২০২৩
হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম, কেজি ৪০০ টাকা

দিনাজপুরে হিলির বাজারগুলোতে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। তবে এখনও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়।

 

রোববার (২ জুলাই) সকালের দিকে বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

 

হিলির বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ একদিন আগেও বিক্রি হয়েছে ৫০০ টাকার ওপরে। এখন কেজিতে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

 

দাম কমার বিষয়ে হিলি বাজারের ব্যবসায়ীরা বলেন, আগামীকাল (সোমবার) থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ার খবরে দাম কমতে শুরু করেছে।

 

ব্যবসায়ী ফারুক জানান, হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হলে এর দাম পড়ে যাবে। অসাধু ব্যবসায়ীরাতো এখনই দাম কমাতে শুরু করেছেন!

 

কাঁচা মরিচ ব্যবসায়ী তারেক বলেন, বর্তমানে বাজারে থাকা কাঁচা মরিচগুলো হিলির পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবির হাট থেকে কেনা হয়েছে। এর মধ্যেই সেখানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে।

 

আরেক ব্যবসায়ী আকমল বলেন, হাটে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। খুচরা পর্যায়ে যা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।

 

আসলাম নামে মরিচ কিনতে আসা এক ক্রেতা জানান, ঊর্ধ্বমুখী দামের কারণে মরিচ খাওয়া বন্ধ করে দেয়ার চিন্তা করেছিলাম। তবে বাজারে কমছে দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। দাম আরও কমানো উচিত।

 

এদিকে, মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এরমধ্যে দুইদিন আমদানির পর ঈদের কারণে আপাতত বন্ধ রয়েছে মরিচ আমদানি। ছুটি শেষে বন্দরগুলো চালু হলে দেশের বিভিন্ন বন্দর দিয়ে আবারও দেশে আসবে আমদানিকৃত কাঁচা মরিচ।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!