সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরিফ পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার জুমার নামাজ বাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আলহাজ্ব সামস্ুেজ্জাহার আহবানে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
মিছিলে নেতৃত্ব দেন, আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরজ্জামান খান আলমাস, আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ , যুগ্ম সাধারন সম্পাদক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারসহ উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও শত শত ধর্মপ্রান মুসুল্লিরা অংশ গ্রহন করেন।
বিক্ষোভ মিছিল শেষে আমতলী চৌরাস্তায় পথ সভায় বক্তারা সুইডেনের সকল পন্য বয়কট ও কোরআন অবমাননাকারীকে কঠোর শাস্তির দাবী জানান।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :