ডক্টরেট অভ মিউজিক মহাত্মা গান্ধী, আমেরিকা গ্লোবাল পিস ইউনিভার্সিটি ফ্লোরিডা, বিশিষ্ট সংগীত শিল্পী ড.শিবানাী দাস ও বিশ্ববঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন -ভারত কোলকাতার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বহুগ্রন্হ প্রণেতা ড. রাধাকান্ত সরকার আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সাধারন সম্পাদক লিটন হোসাইন জিহাদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক সোহেল সরকার, কোষাধ্যক্ষ এনায়েত খান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আহাদ ও সদস্য জাকির হোসেন জিকু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উদীচীর জেলা সহ-সভাপতি ফারুক হোসেন ও সাধারন সম্পাদক ফেরদৌস রহমান। শুভেচ্ছা বিনিময় কালে তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে ড. রাধাকান্ত সরকার বলেন, সংবাদ পত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ সম্ভ। আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই, আপনারা সমাজের বড় ডাক্তার। আমাদের সমাজ আজ ক্যান্সারে আক্লান্ত আপনারা সেই ক্যান্সার আক্লান্ত সমাজকে মুক্ত করার দায়িত্ব নিতে হবে। সাধারন মানুষের আপনাদের উপর উপর অনেক প্রত্যাশা করে।তিনি আরো বলেন,সত্য,সৎ,একনিষ্ঠ প্রকৃত তথ্য তুলে ধরার আহবান জানান।
এসময় ড.শিবানাী দাস শুভেচ্ছা বিনিময় কালে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আপনাদেরই বোন, আমরা সকলে একসঙ্গে কাজ করতে চাই। আপনারা আজ আমাকে যে ভাবে আপন করে নিয়েছেন আমি তাতে মুগ্ধ হয়েছি। আমরা ভারত বাংলাদেশ একসাথে কাজ করতে চাই। আমি সব সময় আপনাদের সাহায়্য ও সহযোগিতা কামনা করি।
একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :