ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে কর্মরত ১৫ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ সবার হাতে তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ খালেদ জামিল খান, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক মোঃ রিমন খান প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশ জসীম মিয়া, শাহজাহান মিয়া, কবির মিয়া, ধন মিয়া, তাজুল ইসলাম, মো: শওকত আলী, মো: জুম্মত আলী, আয়ত উল্লাহ, কোকিল দাস, শ্রীমঙ্গল, আলম মিয়া, রকিব মিয়া, আবুল কাশেম, মো: আমির হোসেন, মো: শাহজাহান বলেন, আমরা বাই সাইকেল পাওয়াতে খুশি, ইউনিয়নের কাগজ পত্র দ্রুত সময়ের মধ্যে নিয়ে মানুষকে সেবা দিতে পারব।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, দায়িত্ব পালনের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫টি সাইকেল দেয়া হয়েছে। এলাকায় দ্রুত সেবা দেয়ার জন্য পর্যাইক্রমে ৩০টি বাই সাইকেল গ্রাম পুলিশদের দেয়া হবে।
একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা
আপনার মতামত লিখুন :