AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নজরুল সংগীতের চর্চার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে গড়ে তুলতে চান পার্থ


নজরুল সংগীতের চর্চার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে গড়ে তুলতে চান পার্থ

বড় হয়ে সংগীত নিয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। দেশসেরা নজরুল সংগীত শিল্পী হতে চাই।

 

ময়মনসিংহের নান্দাইলের পিনাক সাহা পার্থ জাতীয় পর্যায়ে নজরুল সংগীতে দেশ সেরা হওয়ার পর এভাবেই তার অনুভুতির কথা ব্যক্ত করেন।

 

রোববার (২৩ জুলাই) বিকালে পিনাক সাহা পার্থ নান্দাইলে নিজের বাসায় এক সাক্ষাতে তার অনুভুতির কথা ব্যক্ত করেন।

 

 জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৯ম-১০ম শ্রেণি (খ বিভাগে) নজরুল সংগীতে প্রথম স্থান অধিকার অর্জন করে সে।

 

গত ১৯ জুন জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে পুরষ্কার গ্রহন করেন পিনাক সাহা পার্থ।

 

এসময় তাকে একটি স্বর্ণের মেডেল,ক্রেষ্ট, নগদ ১০ হাজার টাকাসহ একটি সনদপত্র তার হাতে তুলে দেওয়া হয়।

 

পিনাক সাহা পার্থ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

 

সে নান্দাইল পৌর সদরের চন্ডীপাশার  বাসিন্দা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী বিরাজ সাহা টাপ্পি’র পুত্র। তার মাতা শিল্পী রানি সাহা। ছোটকাল থেকেই পার্থ’র সংগীতের প্রতি প্রচন্ড আগ্রহ। তার বাবার কাছেই সংগীতের প্রথম হাতেখড়ি।

 

এর আগে পার্থ জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে নজরুল সংগীত,দেশাত্ববোধক ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান লাভ করে। পরে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতাতেও নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান অর্জন করে।

 

পার্থ‍‍`র বাবা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী বিরাজ সাহা টাপ্পি জানান, বর্তমানে পার্থ ভারতের ওস্তাদ অর্ঘ্য চক্রবর্ত্তী’র কাছে অনলাইনে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিচ্ছে।সে যেন শুদ্ধ সংস্কৃতি চর্চা করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এজন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।

 

নজরুল সঙ্গীতে দেশসেরা বিজয়ী শিল্পী পিনাক সাহা পার্থ বলেন,আমি দেশবাসীর কাছে দোয়া চাই।আমি বড় শিল্পী হয়ে যেন দেশবাসী তথা নান্দাইলের মুখ উজ্জ্বল করতে পারি।

 

নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল বলেন, নান্দাইলের গর্ব পিনাক সাহা পার্থ। তার এই কৃতিত্বের জন্য আমরা গর্বিত। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

 

একুশে সংবাদ/আ.ই.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!