মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার হামলায় চাচা ভাজন মোল্লা (৮৫) নামে এক বৃদ্ধসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অন্যান্য সদস্যরা হলেন, ইছাহাক মোল্লা (৪৫) ও লিমা বেগম (৩৬)। আহত বৃদ্ধ ভাজন মোল্লা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে ইছাহাক মোল্লা বাদী হয়ে ইকলাস মোল্লা, তিলাম মোল্লা ও ইকলাসের স্ত্রী নার্গিস বেগমের নামে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ইছাহাক মোল্লার স্ত্রী লিমা বেগম বলেন, ইকলাস মোল্লা, তিলাম মোল্লা ও ইকলাসের বউ নার্গিস আমাদের বাড়ির উপর এসে অতর্কিত হামলা চালায়। সাবল দিয়ে মেরে আমার শ্বশুরের নাক ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। ওরা প্রায় আমাদের মারধর করে৷ আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ইকলাস মোল্লার স্ত্রী নার্গিস বেগম বলেন, পাশের বাড়ির ভাবীর সাথে ওনাদের ঝগড়া হয়। পরে তার বাড়ির উপর চিল্লাচিল্লি করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার স্বামী প্রতিবাদ করলে আমাদের লক্ষ করে ইটের আদল ছুড়ে মারে। সেই ইটের আদল আমার স্বামী মারলে ফিকে গিয়ে উনার নাকে লাগে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :