গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে কাজী রাশেদুর রহমান লিপু নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। তবে আত্নহত্যার প্রকৃত কারণ জানাতে পারেননি পুলিশ।
রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি আমতলির কাজি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত প্রধান শিক্ষক কাজী রাশেদুর রহমান লিপু কাজিপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি কাজি পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ধারণা, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে সৃষ্ট মানসিক অশান্তি থেকেই তিনি আত্নহত্যা করে থাকতে পারেন।
রবিবার (৬ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্। তিনি বলেন, `সন্ধ্যার দিকে তাদের কাছে আত্নহত্যার খবর আসে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়`। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে`। ঘটনা স্থলে দায়িত্বরত অফিসাররা এ নিয়ে কাজ করছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :