AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে হরিরামপুর উপজেলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
০২:৪৩ পিএম, ৮ আগস্ট, ২০২৩
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে হরিরামপুর উপজেলা

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এ নির্দেশনার প্রেক্ষিতে দেশব্যাপী গৃহনির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

 

সেই লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ ই আগষ্ট ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪টি জেলায় সেমি পাকাঘর ও ২ শতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করবেন।

 

উদ্বোধনকালে হরিরামপুর উপজেলায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ৮৯টি গৃহ প্রদান করা হবে।

 

এছাড়াও গৃহের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে টিউবওয়েল বসানো ও বিদ্যুৎ সংযোগের কাজ করা হবে বলে জানানো হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার নিলুফার ইয়াসমীন, উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নেওয়াজ শরিফ, পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ও এন্ড এম) জেরি আরেং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীসহ অনেকে।

 

এছাড়া প্রেস ব্রিফিং এ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা

Link copied!