নেত্রকোনার কেন্দুয়ায় "সংগ্রাম - স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রথমার্ধেই বেগম মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস অফিস, আনসার ভিডিপি অফিসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম প্রমূখ।
আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১১জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে পাশাপাশি বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মওলানা ওবাইদুল্লাহ।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :