কিশোরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ডেঙ্গু মশা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
"পরিবেশ রাখি পরিস্কার বন্ধ হবে ডেঙ্গু বিস্তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী ডেঙ্গু মশা নির্মুলের লক্ষ্যে পরিচ্ছন্নতা ও জন সচেতনমুলক কার্যক্রম বৃক্ষ রোপন ও বিতরন উদ্ভোধন উপলক্ষে আজ মঙ্গলবার জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কীটতত্ত্ববিদ এবং মশা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ, কিশোরগঞ্জ জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহিম খলিল, কিশোরগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার সুইটি, শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের সভাপতি রাশেদ জাহাঙ্গীর পল্লব, প্রমুখ।
পরে এই উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা শেষে একটি র্্যালী বের করা হয়।
একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :