নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল এগারোটায় এই টার্মিনাল কাজের উদ্বোধন করেন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত ঢাকা আন্ত:জেলা বাস টার্মিনাল নির্মাণাল করার ফলে নারায়ণগঞ্জ তথা সোনারগাঁ জন সাধারণের জন্য এক আশির্বাদ স্বরুপ।
এই সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য, আলহাজ্ব মোঃ নূরে আলম খান,ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সদস্য ও বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান(বাবুল), কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাররফ ওমর ,ও আন্ত: জেলা গাড়ি মালিক সমিতির সদস্য সহ সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন উর্ধ্বতন নেতা কর্মীরা।
উদ্ভোধনকালে শেখ ফজলে নূর তাপস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কিছু অপশক্তি পাকিস্তানি দালালরা এখনো দেশকে রসাতলে নেয়ার পয়তারা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এই অপশক্তি দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা চান দেশের উন্নয়ন,তাই সকলের উচিৎ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে,আওয়ামী লীগকে আবারো বিজয়ী জয়ী করে,আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করা।
একুশে সংবাদ/না.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :