মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৩৫৯) এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান চুনু`র বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও নির্বাচন বানচালের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিজিবি চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাইটেস, পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি ও সদ্য গঠিত সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) জুড়ী উপজেলা শাখার নির্বাচন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার নির্বাচন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক তজমুল আলী তজই, বাস- মিনিবাস-পিকআপ শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ দুদুল মিয়া, সাংগঠনিক সম্পাদক হেকিম মিয়া, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, শিশু পার্ক সিএনজি স্ট্যান্ড সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ আলী, সাধারণ সম্পাদক আমীর আলী প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা অবিলম্বে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন জুড়ী উপজেলা শাখার বহিস্কৃত সভাপতি, সাধারণ শ্রমিকের টাকা আত্মসাৎকারী মতিউর রহমান চুনুকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে মতিউর রহমান চুনু মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :