ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কুড়িগ্রাম সদরের দাশেরহাট ও রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ ও ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে তারুণ্যের কণ্ঠস্বর প্রচারাভিযান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদরের দাসেরহাট উচ্চ বিদ্যালয় ও নাজিমখান ইউনিয়নের সোনালুরকুটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিক, সহকারী শিক্ষক আলতাফ হোসেন, নুর আমিন, সহকারী শিক্ষিকা রিনা বেগম, গীতা রান, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও নূরানী হাসান নাহিদ।
এসময় বক্তারা বলেন, যেভাবে ডেঙ্গুর বিস্তার বাড়ছে, এর হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে ও বাল্যবিয়ে বন্ধে সকলে এগিয়ে আসতে হবে তাহলে আমরা সবাই নিরাপদ থাকবো।
একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :