দিনাজপুরের ঘোড়াঘাটে ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে সকালে উপজেলার কাদিমনগর ও দামোদর এলাকায় পুলিশের ডিউটি চলাকালে মাদক সেবনের সময়ে তাদেরকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘোড়াঘাট পৌরসভাধীন কাদিমনগর এলাকার আমিনুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৬) ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার ময়নাগাড়ি পুটিহারা এলাকার হাফিজুর রহমানের ছেলে মিঠু মিয়া (২৩)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘোড়াঘাট থানা এলাকায় পুলিশের ডিউটিকালে পৃথক স্থান থেকে মাদক সেবনের সময় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ম.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :